সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দীর্ঘ ২৪ বছরের শাসনের লজ্জাজনক পতন ঘটেছে। সপরিবারে দেশ ছেড়ে আশ্রয় নিয়েছেন বন্ধুদেশ রাশিয়ায়। ক্রেমলিনের একটি সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ও রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ‘মানবিক কারণে’ আসাদ ও তাঁর পরিবারকে আশ্রয় দিয়েছে মস্কো।